নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এই ঘোষণা দেন তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব।’
এ সময় নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। স্ট্রেইট ফরওয়ার্ড। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটিও পরিবর্তন করতে হবে।’
ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, এই ইসিতে যারা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদের রাখা যেতে পারে।
এনসিপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠকে এনসিপি দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনের কাছে তালিকাভুক্তির আবেদন জানায়। এছাড়া দল নিবন্ধনের প্রক্রিয়া, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা এবং ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন দলের নেতারা।
সোর্স: চ্যানেল২৪
মন্তব্য করুন: