[email protected] সোমবার, ৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভাঙনের কবলে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ মে ২০২৫ ১৮:০৫ পিএম

সংগৃহীত

জোয়ারের ঢেউয়ের আঘাতে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফে দুই অংশে ভাঙ্গন সৃষ্টি হয়েছে।

ফলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি।এমনটি জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

ইউএনও বলেছেন, ঘূর্ণিঝড় প্রভাবে কয়েকদিন ধরে অতিবৃষ্টি কারণে সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ছিল।

এতে বৃহস্পতিবার রাতে জোয়ারের সময় ঢেউয়ের আঘাতে টেকনাফের সাবরাং ও বাহাড় ছড়া ইউনিয়নের কয়েকটি পয়েন্টে মেরিন ড্রাইভের দুইটি অংশে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। যেখানে সড়কের ৬-৭ হাত করে অংশ ভেঙ্গে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর