পাসপোর্ট না থাকলেও এবার ভোটার হওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। তবে এক্ষেত্রে নির্ধারিত শর্ত থাকবে।
এতে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী ৩ বাংলাদেশির প্রত্যয়নপত্রের মাধ্যমে সুযোগ রাখতে যাচ্ছে কমিশন। প্রবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর করা এবং মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ভোটার হওয়ার সুযোগ দেয়া হবে।
আজ ২০ আগস্ট ইসির এনআইডি নিবন্ধন ও প্রবাসী উইংয়ের পরিচালক খান আবি শাহানুর খান স্বাক্ষরিত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি হওয়ার মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে। এ ছাড়াও ভোটার প্রমাণে সংশ্লিষ্ট দলিলাদি দিতে হবে।
প্রসঙ্গত, বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে কমিশন। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে প্রায় ৫০ হাজারের মতো আবেদন এসেছে।
সোর্স: যুমনা
মন্তব্য করুন: