[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

বুড়িগঙ্গার অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

হাইকোর্টের রিট পিটিশনের আদেশ মোতাবেক বুড়িগঙ্গার তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি)।

আজ ২০ আগস্ট সকালে দক্ষিণ কেরানীগঞ্জে কাটুরাইল থেকে শুরু হয় এ উচ্ছেদ অভিযান। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান ও কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড শেখ আব্দুল্লাহ আল মামুন।

মূলত কেরানীগঞ্জ দক্ষিণ থানার হাসনাবাদ, দোলেশ্বর, কাটুরাইলে অভিযান পরিচালনা করবে বিআইডব্লিউটিএ। যেখানে দখলকৃতরা নদীর সীমানা পেরিয়ে এক থেকে দের একর জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে।

এর মধ্যে কাটুরাইল নদীর জায়গায় দখল করে বানানো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়িতে অভিযান চালানো হবে জানায় বাংলাদশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকবেলায় উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোর্স: এখন টিভি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর