 
                                                                        
                                    বিশ্বজুড়ে তীব্র গরমে প্রতি মিনিটে একজন মানুষ মারা যাচ্ছেন— এমন ভয়াবহ তথ্য দিয়েছে দ্য গার্ডিয়ান-এর সাম্প্রতিক প্রতিবেদন। গবেষণায় বলা হয়েছে, শুধুমাত্র অতিরিক্ত তাপমাত্রার কারণেই বছরে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটছে।
পরিবেশ বিজ্ঞানীদের মতে, ২০২৪ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা প্রাকশিল্প যুগের তুলনায় ১.৬ ডিগ্রি বেশি। এর ফলে দ্রুত বেড়েছে সমুদ্রের উষ্ণতা ও প্রাকৃতিক দুর্যোগের মাত্রা। অতিরিক্ত নগরায়ন, বন উজাড় ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার এই সংকটকে আরও গভীর করেছে।
১৯৯০ সালের পর থেকে তাপপ্রবাহে মৃত্যুহার বেড়েছে ২৩ শতাংশ। ২০১২–২০২১ সালের মধ্যে প্রতিবছর গড়ে ৫ লাখ ৪৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, প্রতি মানুষ বছরে গড়ে ১৯ দিন তীব্র গরমে কাটাচ্ছেন, যা অনেক সময় প্রাণঘাতী পর্যায়ে পৌঁছায়।
উচ্চ তাপমাত্রায় ২০২৪ সালে বিশ্বব্যাপী ৬৩৯ বিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হয়েছে, যা স্বল্পোন্নত দেশের জিডিপির প্রায় ৬ শতাংশ ক্ষতি করেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানায়, গত এক দশকের মধ্যে ২০২৪ সালই ছিল সবচেয়ে উষ্ণতম বছর। বিশেষজ্ঞদের মতে, এভাবে চলতে থাকলে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যও অচিরেই ভেঙে পড়বে।
মন্তব্য করুন: