[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

ব্যাপক ছাঁটাইয়ের পথে অ্যামাজন, ঝুঁকিতে ৩০ হাজার করপোরেট কর্মী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন তাদের করপোরেট বিভাগে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। কভিড মহামারির সময় অতিরিক্ত নিয়োগ ও ব্যয় সংকোচনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের শেষ দিকে ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটিই হতে যাচ্ছে অ্যামাজনের সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া।

বিষয়টির সঙ্গে যুক্ত তিনটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকেই ছাঁটাই কার্যক্রম শুরু হতে পারে। সকাল থেকে কর্মীদের -মেইলের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে। ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কে ম্যানেজারদের সোমবার বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। মানবসম্পদ, অপারেশনস, ডিভাইস অ্যান্ড সার্ভিসেস, এবং এডব্লিউএস (অ্যামাজন ওয়েব সার্ভিসেস) বিভাগে কর্মী ছাঁটাই হতে পারে বলে জানা গেছে।

প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, প্রতিষ্ঠানটির আমলাতান্ত্রিক কাঠামো কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বেড়েছে, ফলে কিছু কাজ এখন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে। কারণেই কর্মীসংখ্যা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে একই সময়ে অ্যামাজন উৎসব মৌসুমে প্রায় আড়াই লাখ মৌসুমি কর্মী নিয়োগের পরিকল্পনাও করছে। প্রতিষ্ঠানটির ক্লাউড সেবা বিভাগ এডব্লিউএস দ্বিতীয় প্রান্তিকে ৩০ দশমিক বিলিয়ন ডলারের বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক শতাংশ বেশি। যদিও এটি মাইক্রোসফট গুগল ক্লাউডের প্রবৃদ্ধির তুলনায় কম।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর