[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

তুরস্কে বারবার ভূমিকম্পের আঘাত, কারণ কী?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ভূমিকম্পের কোনো পূর্ব সতর্কবার্তা না থাকার কারণে মুহূর্তেই সব কিছু লন্ডভন্ড করে দিতে পারে। চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে একাধিকবার ভূমিকম্পে মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে মুসলিম দেশ তুরস্ক অন্যতম। ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে প্রতি বছর অন্তত ২৫ হাজারবার ভূমিকম্প অনুভূত হয়। এর অর্থ, দেশে প্রতিদিন গড়ে শতবার ভূমিকম্প ঘটছে। তবে এর মধ্যে শক্তিশালী ভূমিকম্পের সংখ্যা কম।

গত ১০ মাসে তুরস্কে অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প ঘটেছে। তার মধ্যে গত সোমবারের ভূমিকম্পের মাত্রা ছিল ., তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তুরস্কে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল ২০২৩ সালে। . মাত্রার সেই ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজার মানুষের মৃত্যু হয় এবং শত শত বাড়িঘর ধ্বংস হয়। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক ইউরেশীয় আরবীয় প্লেটের সংঘর্ষস্থলের উপর অবস্থিত। দেশটির নিচে উত্তর আনাতোলিয়ান পূর্ব আনাতোলিয়ান নামে দুটি প্রধান ফল্ট লাইন রয়েছে। এই ফল্ট লাইনের তীব্র চাপ জমা হলে হঠাৎ প্লেট সরার কারণে ভূমিকম্প ঘটে।

তুরস্কের দুর্যোগ জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ সালে দেশে ৩৩ হাজারের বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার মধ্যে মাত্রা বা তার বেশি ছিল ৩২২টি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর