[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতির পরও লেবাননে চলছে ইসরায়েলি হামলা, বিপাকে বাসিন্দারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির এক বছর পার হলেও লেবাননে এখনও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ফলে দেশটির দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলোতে হাজার হাজার মানুষ এখনো নিজ বাড়িতে ফিরতে পারেনি। গেল বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর স্বস্তি ফিরেছিল লেবাননের জনগণের মধ্যে, কিন্তু বাস্তবে শান্তি স্থায়ী হয়নি।

যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ তাদের হামলা বন্ধ করলেও ইসরায়েল নিয়মিত লেবাননের বিভিন্ন স্থানে বিমান ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। দক্ষিণ লেবাননের শহর নাকোরা আশপাশের অঞ্চলগুলো এখনো ধ্বংসস্তূপে পরিণত।

নাকোরা থেকে পালিয়ে আসা লাখো মানুষের একজন জানান, তাদের বাড়িঘর, কৃষিজমি পানির পাম্প সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। জীবিকা হারিয়ে এখন তিনি উপকূলীয় শহর টায়ারে জাতিসংঘের অর্থায়নে একটি কৃষি প্রকল্পে কাজ করছেন। সেখানে তার মতো আরও অনেক নারী নতুন জীবনের চেষ্টা করছেন।

ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহর সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হিজবুল্লাহর দাবি, বেসামরিক নাগরিকদের ঘরে ফেরা ঠেকাতেই ইসরায়েল এই হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, বর্তমানে লেবাননে ৬৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছে, যাদের মধ্যে সাম্প্রতিক অক্টোবর মাসেই আরও হাজারের বেশি মানুষ নতুন করে গৃহহীন হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর