ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদকের সঙ্গে অবাধে অস্ত্র প্রবেশের অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র জেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। গত এক মাসে অস্ত্রধারীদের হামলায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জেলার বিজয়নগর, আখৌড়া ও কসবা উপজেলায় প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। স্থানীয়দের দাবি, কসবার মাদলা, পুটিয়া, খাদলা ও গোড়াঙ্গোলা সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে অস্ত্র ও মাদক দেশে ঢুকছে। এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছে প্রাণহানির ঘটনা বাড়ছে।
গত ২৭ নভেম্বর শহরের কান্দিপাড়া এলাকায় ছাত্রদলকর্মী সাদ্দাম হোসেন গুলিতে নিহত হন। এর আগে অক্টোবর ও নভেম্বর মাসে নবীনগর ও বাসারামপুরে একাধিক খুনের ঘটনা ঘটে। সর্বশেষ ১২ ডিসেম্বর নবীনগরে প্রকাশ্যে গোলাগুলিতে একজন গুরুতর আহত হন।
জেলা প্রশাসন ও পুলিশ দাবি করছে, সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত রয়েছে। তবে স্থানীয়দের মতে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আরও কার্যকর অভিযান জরুরি।
মন্তব্য করুন: