[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন — টিটিপির হুঁশিয়ারিতে পাকিস্তানি সেনাপ্রধান বিব্রত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ছবি :  সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মরশাল আসিম মুনিরকে লক্ষ্য করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে প্রকাশিত একাধিক ভিডিও ও হুমকি দেশটিতে উদ্বেগ সৃষ্টির খবর দিয়েছে। ভিডিওতে এক শীর্ষ টিটিপি কমান্ডার—পাকিস্তানি কর্মকর্তারা যিনি 'কমান্ডার কাজিম' হিসেবে শনাক্ত করেছেন—ক্যামেরার সামনে এসে বলেন, “আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন,” এবং যদি মায়ের দুধ পান করে থাকেন তবে সশস্ত্র লড়াই করার আহ্বান জানান

ভিডিওগুলোতে ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় টিটিপি দ্বারা আঞ্চলিক একটি আকস্মিক হামলার ফুটেজ দেখানো হয়েছে; সেখানে তারা দাবি করছে ২২ জন সেনা নিহত হয়েছেন, যদিও পাকিস্তানি সেনাবাহিনী নিহতের সংখ্যা ১১ বলে জানিয়েছে। হামলায় জব্দকৃত গোলাবারুদ ও যানবাহনের দৃশ্যও ফুটেজে রয়েছে।

ঘটনার পরবর্তী সময়ে পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে সহায়তার বিনিময়ে ১০ কোটি পাকিস্তানি রুপি জরুরি পুরস্কার ঘোষণা করেছে। সেনাবাহিনী ও প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী টিটিপির এই জনগুরুত্বপূর্ণ হুমকি ও ভিডিও প্রচারণা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করেছে। বিশ্লেষকরা বলছেন—এ ধরনের সরাসরি হুমকি সামরিক নেতৃত্বকে রাজনৈতিক ও নিরাপত্তাগতভাবে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও স্থানীয় জনগণ এখন পরিস্থিতির অগ্রগতি ও কতটা তীব্রতায় উত্তেজনা বাড়ে, সেটাই নজরের মুখে রাখছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর