 
                                                                        
                                    ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে দেশটিতে রুশ-নির্মিত ‘ইগলা-এস’ প্রকারের প্রায় ৫,০০০টি স্বল্প-পাল্লার অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট মিসাইল মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সামরিক অনুষ্ঠানে তিনি বলেন, এসব মিসাইল দেশের মূল আকাশ প্রতিরক্ষা স্থাপনাগুলোতে বসানো হয়েছে এবং এগুলো ক্রুজ মিসাইল, ড্রোন ও নিম্ন-উড়ান বিমানের বিরুদ্ধে কার্যকর।
সম্প্রতি ক্যারিবিয়ান সাগর উপকূলে যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানের নামে সেনা উপস্থিতি বাড়ায় দুই দেশের চলমান উত্তেজনা আরো তীব্র হয়েছে। ওয়াশিংটন অঞ্চলে প্রায় ৪,৫০০ নৌসৈন্য মোতায়েন করেছে বলে প্রকাশিত তথ্য রয়েছে; যুক্তরাষ্ট্র বলছে মাদক চোরাচালান দমন ও নিরাপত্তা প্রদর্শনই উদ্দেশ্য।
মাদুরো আশা ব্যক্ত করেছেন যে দেশটির মিলিটিয়ার রিজার্ভ ও স্বেচ্ছাসেবি মিলিশিয়া প্রস্তুত রয়েছে; তিনি দাবি করেছেন, দেশে এখন কোটি পার্শ্বসৈন্যসহ বিপুল রিজার্ভ সৈন্য আছে এবং মিসাইলগুলো এতই হালকা যে এক সেনাই বহন করতে পারে। পরিস্থিতি উত্তপ্ত—দুই পক্ষের ভাষ্য ও মোতায়েনের কারণে কাঠামোবদ্ধ কূটনৈতিক-সামরিক জটিলতা তৈরি হচ্ছে; আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক। আগামী দিনে কূটনীতি ও সামরিক কড়াকড়ি কিভাবে গঠন হবে, সেটাই এখন নজরের কেন্দ্রবিন্দু।
মন্তব্য করুন: