[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

সৌদির নতুন গ্র্যান্ড মুফতি ড. সালেহ আল-ফাওজান – ইসলামি নেতৃত্বে নতুন যুগের সূচনা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ছবি :  সংগৃহীত

সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। বাদশাহ সালমান নতুন ‘গ্র্যান্ড মুফতি’ হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির বিশিষ্ট ইসলামি পণ্ডিত শেখ ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজানকে। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশে এই রাজকীয় আদেশ জারি করা হয়। ৯০ বছর বয়সী এই আলেম দীর্ঘদিন ধরে সৌদি আরবের অন্যতম শীর্ষ ইসলামি চিন্তাবিদ হিসেবে সম্মানিত।

রাজকীয় ঘোষণায় বলা হয়েছে, শেখ আল-ফাওজান সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান ও ইফতা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল-শেখের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যা সৌদির ধর্মীয় কাঠামোয় এক নতুন অধ্যায় সূচিত করেছে।

১৯৩৫ সালে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলে জন্মগ্রহণ করেন শেখ ফাওজান। রিয়াদের কলেজ অব শরিয়াহ থেকে ইসলামী আইন বিষয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন। পরে হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ইসলামিক ফিকহ কাউন্সিল, সিনিয়র স্কলার্স কাউন্সিল ও মুসলিম ওয়ার্ল্ড লীগের সদস্য ছিলেন। অসংখ্য ইসলামী বই, ফতোয়া ও রেডিও অনুষ্ঠান ‘নূর আলা আদ-দারব’-এর জন্য বিশ্বজুড়ে মুসলমানদের কাছে সুপরিচিত।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর