 
                                                                        
                                    জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত—আইসিজে—গাজার মানবিক সংকট নিয়ে দিয়েছে এক ঐতিহাসিক রায়। বুধবার প্রকাশিত বিস্তারিত মতামতে আদালত স্পষ্টভাবে জানিয়েছে, জেনেভা কনভেনশন অনুযায়ী ইসরায়েল বাধ্য যে গাজায় পর্যাপ্ত ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা সৃষ্টি করা যাবে না।
আদালতের ভাষায়, ‘অধিকৃত শক্তি হিসেবে ইসরায়েলের নিঃশর্ত দায়িত্ব স্থানীয় জনগণের মৌলিক চাহিদা পূরণে নিশ্চয়তা দেওয়া।’ আইসিজে আরও বলেছে, গাজার জনগণকে পর্যাপ্ত সহায়তা না দেওয়া জেনেভা কনভেনশনের ৫৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন। ফলে ইসরায়েলকে অবিলম্বে মানবিক ও চিকিৎসা সহায়তা কার্যক্রমে অনুমোদন দিতে হবে। আদালত সতর্ক করে দিয়ে বলেছে, কোনো নিরাপত্তা অজুহাতে মানবিক কার্যক্রম স্থগিত রাখা যাবে না।
রায়ে আরও উল্লেখ করা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে—এমনকি পূর্ব জেরুজালেমেও—ইসরায়েল সার্বভৌমত্ব দাবি করতে পারে না। আদালতের চূড়ান্ত বার্তা পরিষ্কার—অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
মন্তব্য করুন: