 
                                                                        
                                    বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে প্রথমবারের মতো বাদ পড়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
একটি পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাওয়া যায় সেটিই এই সূচকের মূল মানদণ্ড। সেই বিচারে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া বর্তমানে যৌথভাবে ১২তম স্থানে অবস্থান করছে। উভয় দেশের নাগরিকরা বর্তমানে ১৮০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।
২০১৪ সালে এই তালিকায় শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এমনকি ২০২৫ সালের জুলাইতেও তারা শীর্ষ ১০-এ ছিল। কিন্তু সর্বশেষ চতুর্থ-ত্রৈমাসিক প্রতিবেদনে প্রথমবারের মতো তারা শীর্ষ ১০ থেকে ছিটকে পড়ে।
সর্বশেষ সূচকে তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার তিন দেশ: সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান।
অন্যদিকে ইউরোপের অনেক দেশের জন্য চীন ভিসা ছাড় দিলেও যুক্তরাষ্ট্র সেই তালিকায় জায়গা পায়নি। ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ জটিলতা বেড়েছে।
এক সময়ের শীর্ষস্থান দখলকারী যুক্তরাজ্যও পিছিয়ে পড়েছে। সর্বশেষ তালিকায় তাদের অবস্থান ৮তম, যা তাদের ইতিহাসের সর্বনিম্ন। জুলাইয়ে তারা ছিল ৬ষ্ঠ স্থানে।
গত এক দশকে চীন দেখিয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। ২০১৫ সালে যেখানে চীন ছিল ৯৪তম, সেখানে এখন তারা উঠে এসেছে ৬৪তম স্থানে। এই সময়ের মধ্যে তারা ৩৭টি নতুন দেশের ভিসা-মুক্ত প্রবেশাধিকার পেয়েছে।
মন্তব্য করুন: