 
                                                                        
                                    চীনে খ্রিষ্টধর্মাবলম্বীদের বিরুদ্ধে সবচেয়ে বড় দমন অভিযানের অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেইহাইয়ে অভিযান চালিয়ে একটি আন্ডারগ্রাউন্ড চার্চের বেশ কয়েকজন পাদ্রিকে আটক করেছে পুলিশ।
এই চার্চটি সরকারের অনুমোদন না পাওয়া জায়ন চার্চ, যা স্বাধীনভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্র অনুমোদিত ক্যাথলিক সংগঠনের অধীনে নয়। আটককৃতদের মধ্যে রয়েছেন চার্চের প্রতিষ্ঠাতা যাজক জিন মিংরি। তাঁর মেয়ে গ্রেস জিন ও মুখপাত্র শন লং এ তথ্য নিশ্চিত করেছেন।
শন লং জানান, প্রায় দেড় শতাধিক উপাসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং রোববারের প্রার্থনার সময় নিয়মিত হয়রানি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘটনাটির নিন্দা জানিয়ে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানান।
এই অভিযান এমন সময় চালানো হলো, যখন চীনা সরকার ধর্মীয় কর্মকাণ্ডে আরও কঠোরতা আরোপ করছে। প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি বলেন, ধর্মীয় রীতিনীতি চীনা কমিউনিস্ট পার্টির মূল্যবোধ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ধর্মীয় স্বাধীনতার ওপর এই দমন-পীড়ন আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে।
মন্তব্য করুন: