[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

কেন ‘আই লাভ মুহাম্মদ’ বলা ব্যক্তিদের ওপর চড়াও হচ্ছে মোদি সরকার?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের বিজেপি-শাসিত রাজ্যগুলোতে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা পোস্টার, টি-শার্ট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশ করায় শত শত মুসলিমকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকজনের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সূচনা উত্তর প্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবীতে একটি পোস্টার ঘিরে, যাতে লেখা ছিল ‘আই লাভ মুহাম্মদ’। স্থানীয় হিন্দুদের অভিযোগে ধর্মীয় উত্তেজনার অভিযোগ এনে মুসলিমদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এ পর্যন্ত ২২টি মামলায় ২,৫০০ মুসলমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং অন্তত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এপিসিআর।

নাগরিক অধিকার সংস্থাগুলোর দাবি, এসব গ্রেফতার সংবিধানবিরোধী। মতপ্রকাশ ও ধর্মীয় স্বাধীনতা আইনত সুরক্ষিত, কিন্তু সেসব না মেনে মুসলিমদের দমন করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ‘আই লাভ মুহাম্মদ’ ইস্যু আসলে মুসলমানদের ক্রমাগত প্রান্তিকীকরণেরই অংশ। তরুণদের হতাশা বাড়ছে এবং সমাজে বিভাজন আরও গভীর হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর