ইউরোপে অভিবাসনের চলমান সংকটের প্রেক্ষাপটে নতুন তথ্য প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স। সংস্থাটির মতে, চলতি বছরের প্রথম ছয় মাসে যেসব অভিবাসনপ্রত্যাশী ইউরোপে প্রবেশ করেছেন, তাদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় সবচেয়ে বেশি।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের মধ্যে ৭৫,৯০০ জন অভিবাসনপ্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত অতিক্রম করেছেন। ইউরোপীয় সীমান্তে অনিয়মিত অভিবাসনের সংখ্যা যদিও গত বছরের তুলনায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে, তবে বাংলাদেশি নাগরিকরা এই সময়ে সবচেয়ে বেশি সংখ্যায় ইউরোপে প্রবেশ করেছেন।
ফ্রন্টেক্স মনে করছে, ট্রানজিট দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ঠ সহযোগিতা ও চুক্তির কারণে এসব রুটে আগমন কমেছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত ইতালিতে ৩১,৯৪৮ জন অনিয়মিত অভিবাসী এসেছেন। এর মধ্যে ১০,৩১১ জন বাংলাদেশি, যা মোট আগমনের ৩২ শতাংশ।
বাংলাদেশিদের পরে আছে ইরিত্রিয়া (৪,৪৬১ জন) এবং মিসর (৩,৭২৩ জন)। এরপর পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, সিরিয়া, সোমালিয়া, গিনি, তিউনিশিয়া, আলজেরিয়া, ইরান, নাইজেরিয়া, মালি এবং আইভরিকোস্টের নাগরিকরা রয়েছেন।
সোর্স: ইনকিলাব
মন্তব্য করুন: