[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

‘টু ইজি লল’ লিখে কারাগার থেকে পালাল ১০ বন্দি!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৫ ১৭:০৫ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের একটি কারাগার থেকে ১০ বন্দি পালিয়েছে। গত ১৬মে রাতের এ ঘটনায় তিনজনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। তবে বাকি তিনজন এখনো ধরাছোঁয়ার বাইরে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বন্দিরা টয়লেটের পেছনের একটি ছিদ্র দিয়ে পার হয়ে প্রাচীর টপকে পালিয়ে যায়। তাদের সেল ব্লকের একমাত্র প্রহরী যখন খাবার আনতে গিয়েছিলেন, তখনই এ ঘটনা ঘটে।

স্থানীয় শেরিফ জানিয়েছেন, পলাতক বন্দিদের মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছে। ধারণা করা হচ্ছে, কারাগারের ভেতরের কেউ তাদের পালাতে সাহায্য করেছেন। পলাতকদের মধ্যে সাতজন এখনো পলাতক রয়েছে।

কারা কর্তৃপক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বন্দিরা কারাগার থেকে দৌড়ে পালাচ্ছেন। কারও পরনে কমলা রঙের পোশাক, আবার কারও সাদা। তারা কাঁটাতারের বেড়া টপকানোর জন্য কম্বল ব্যবহার করে এবং এরপর কয়েকজন কাছাকাছি সড়ক পেরিয়ে একটি আবাসিক এলাকার দিকে দৌড়াতে থাকে।

বার্তা সংস্থা এপি বলছে, সেলটির টয়লেটের পেছনে একটি খোলা জায়গা আছে। ওই দিক দিয়েই বন্দিরা পালিয়েছেন। ছিদ্রটির ওপরে দেয়ালে লেখা রয়েছে, ‘টু ইজি, লল।’

কারা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কারাগারের দুর্বল অবকাঠামোর বিষয়ে অভিযোগ করে আসছিলেন। বন্দিরা সেই সুযোগটিই কাজে লাগিয়েছেন। ১০ বন্দির অনুপস্থিতি কয়েক ঘণ্টা ধরে কর্তৃপক্ষের নজরে আসেনি। সাত ঘণ্টারও বেশি সময় পর তারা বিষয়টি বুঝতে পারে।

পুলিশ বলছে, ওই বন্দিদের যে পডে রাখা হয়েছিল সেখানে কোনো ডেপুটি ছিলেন না। সেখানে একজন টেকনিশিয়ান ছিলেন, একজন বেসামরিক ব্যক্তি পডটি পর্যবেক্ষণ করছিলেন। তিনি খাবার আনতে বাইরে গেলে তারা পালিয়ে যায়।

সোর্স: যুগান্তর 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর