[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজের রেকর্ড নিজেই ভাঙ্গলেন বৃটিশ পর্বতারোহী!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ মে ২০২৫ ১৮:০৫ পিএম
আপডেট: ২০ মে ২০২৫ ৬:২৩ পিএম

ফাইল ছবি

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। যেখানে একবার আরোহণ করাই দুঃসাহসিক কাজ, সেখানে ১৯ বার আরোহণ করে নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙেছেন ব্রিটিশ পবর্তারোহী কেন্টন কুল।

৫১ বছর বয়সি কেন্টন ২০০৪ সালে প্রথমবার এভারেস্টে আরোহণ করেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই শৃঙ্গে ওঠার অভিযান চালিয়ে আসছেন তিনি।

এভারেস্টজয়ী অ-নেপালি বা শেরপা নন- এমন ব্যক্তি হিসেবে কেন্টন কুলই এতবার শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করলেন। কেন্টন তার নেপালি শেরপা দোরজি গেয়ালজেনের সঙ্গে রোববার স্থানীয় সময় রাত ১১টায় পর্বতের ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছান।

শেরপা দোরজি এর আগে ২৩ বার পর্বতারোহণ করেন। আরেক নেপালি শেরপা ৫৫ বছর বয়সি কামি রিতা ৩০ বার এভারেস্টে আরোহণ করে রেকর্ড করেছেন। তবে থেমে নেই রিটা। নেমেছেন রেকর্ডের নতুন মিশনে।

২০২১ সালে ১৫তম আরোহণে তিনি আমেরিকান ডেভ হানের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশিবার এভারেস্ট জয় করা নেপালি নন- এমন পর্বতারোহীর তালিকায় উঠে আসেন। পরের বছর ১৬তম আরোহণে এককভাবে এই শিরোপা নিজের করে নেন।

২০২২ সালে ১৬তমবার পর্বতারোহণের রেকর্ড করেছিলেন তিনি। কিন্তু আক্ষেপ করে বলেছিলেন, অনেক নেপালি পর্বতারোহী তার চেয়ে বেশিবার শৃঙ্গে উঠেছেন। তিনি বলেন, ‘শেরপারা এতবার উঠেছেন, যা অবাক করেছে তাকে। তারপরও অন্যরা তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। কেন্টনের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন তার সহ-পর্বতারোহীরা।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর