দেশে কমছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) তথ্য বলছে, চলতি বছরের মে পর্যন্ত গত এক বছরে প্রায় ১ কোটি ১৬ লাখ ব্যবহারকারী কমেছে। এর মূল কারণ হিসেবে ইন্টারনেটের দাম বৃদ্ধি ও দুর্বল সংযোগকে দায়ী করছেন গ্রাহকরা।
বর্তমানে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, অনলাইন শিক্ষাসহ বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা জরুরি হলেও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহারে খরচ কমিয়েছেন।
গ্রাহকরা বলছেন, মোবাইল ডেটার খরচ বাড়াসহ নেটওয়ার্ক সমস্যা ও সুবিধা অনুযায়ী ইন্টারনেট প্যাকেজ কম থাকায় ব্যবহার কমিয়েছেন তারা। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্যমতে, গত বছরের মে মাসে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ১২ কোটি ৭৮ লাখ, যা চলতি বছরের মে মাসে কমে দাঁড়িয়েছে ১১ কোটি ৭৬ লাখে।
এদিকে, ইন্টারনেটের দাম বাড়া ও ব্যবহারকারী কমার পেছনে সরকারের নীতিমালা ও কর ব্যবস্থাকে দায়ী করছেন মোবাইল অপারেটররা। তাদের দাবি, গত অর্থবছরে সম্পূরক শুল্ক, মূসক, সারচার্জসহ মোট করভার ৩৯ শতাংশের বেশি থাকায় সেবামূল্যও বাড়াতে হয়েছে। ফলে, প্রতিনিয়ত কমছে ইন্টারনেট গ্রাহক।
সোর্স: Independent TV
মন্তব্য করুন: