 
                                                                        
                                    ২০২৫ সালের ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কিছু দেশ। এর বাইরে জিলহজ মাসের চাঁদ না দেখা যাওয়ার কারণে আরও বেশ কিছু দেশে ঈদুল আজহা কবে হবে সেটি অনেকটাই নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (২৮ মে) একটি প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ। এতে বলা হয়, স্থানীয় চাঁদ দেখা এবং ধর্মীয় কর্তৃপক্ষের ওপর নির্ভর করে ৬ জুন অথবা ৭ জুন অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।
৬ জুন ঈদুল আযহা উদযাপনকারী দেশ
সৌদি আরব: ঐতিহ্যবাহী চাঁদ দেখার পর, ৬ জুন ঈদ পালিত হবে সৌদি আরবে। এর মধ্য দিয়ে দেশটিতে অনুষ্ঠিত বার্ষিক হজের সমাপ্তি ঘটবে।
সংযুক্ত আরব আমিরাত: চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন ঈদ উদযাপন করবে আরব আমিরাত।
ওমান: চাঁদ দেখা গেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করায় ৫ জুন আরাফার পর ৬ জুন ঈদুল আযহা নির্ধারণ করা হয়েছে ওমানেও।
কাতার: আনুষ্ঠানিকভাবে ২৮ মে ১৪৪৬ হিজরির জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করা হয়েছে। ফলে ঈদ হচ্ছে আগামী ৬ জুন।
অস্ট্রেলিয়া: দেশটির গ্র্যান্ড মুফতি ৬ জুন ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছেন।
ইন্দোনেশিয়া: ধর্ম মন্ত্রণালয় ৬ জুন ঈদ উদযাপনের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
৭ জুন ঈদ পালনকারী দেশগুলি
পাকিস্তান: কেন্দ্রীয় রুয়েট-ই-হিলাল কমিটি জানিয়েছে পাকিস্তানের আকাশে চাঁদ দেখা যায়নি, তাই ২৯ মে জিলহজ মাসের শুরু হবে এবং ৭ জুন উদযাপন হবে ঈদুল আযহা।
মালয়েশিয়া: চাঁদ দেখা যায়নি, ৭ জুন ঈদ উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ব্রুনেই: মালয়েশিয়ার ঘোষণার পর, দেশটিতে ৭ জুন ঈদ পালনের ঘোষণা দেয়া হয়েছে।
ভারত: স্থানীয়ভাবে চাঁদ দেখার উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে ৭ জুন ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ: সরকার বুধবার সন্ধ্যায় ঈদুল আযহার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে। সরকারি কর্মচারীরা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি উপভোগ করবেন। তবে ধারণা করা হচ্ছে আগামী ৭ জুন ঈদ উদযাপন হবে দেশটিতে।
সোর্স: চ্যানেল ২৪
মন্তব্য করুন: