[email protected] সোমবার, ১৪ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

কানজয়ী 'আলী' এবার যাচ্ছে মেলবোর্নে!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

ফাইল ছবি

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ‘স্পেশাল মেনশন’ পেয়ে ইতিহাস গড়েছে ‘আলী’।

সেই জয়ের রেশ না কাটতেই এবার এই বাংলাদেশি চলচ্চিত্র পাড়ি জমাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব–এমআইএফএফে। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য সিনেমা উৎসবটির অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে। 

জানা গেছে, আগামী ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় মেলবোর্ন শহরের এসিএমআই টু হলে হবে ‘আলী’র অস্ট্রেলিয়ান প্রিমিয়ার। এরপর ১৮ আগস্ট রাত সাড়ে ৯টায় সিনেমাটি প্রদর্শিত হবে কিনো ওয়ান প্রেক্ষাগৃহে। 

মেলবোর্নে নির্বাচিত হওয়ার খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, “কানে অসাধারণ যাত্রার পর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আলী’-কে অস্ট্রেলিয়ান প্রিমিয়ারের জন্য নির্বাচিত করায় আমরা সম্মানিত। বাংলাদেশের এই গল্পকে আরেকটি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য ধন্যবাদ।”

সিনেমাটির অন্যতম প্রযোজক তানভীর হোসেন জানিয়েছেন, এই দুটি প্রদর্শনী হবে উৎসবের আন্তর্জাতিক দর্শকদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 

‘আলী’র গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের উপকূলীয় শহরের এক কিশোরকে ঘিরে; যেখানে নারীর গান গাওয়ার অনুমতি নেই। এমন এক পরিবেশে বেড়ে ওঠা কিশোর ‘আলী’ গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। তার গলায় রয়েছে এক অদ্ভুত বৈশিষ্ট্য। সে একসঙ্গে পুরুষ ও নারীকণ্ঠে গান গাইতে পারে! 

এই বিশেষ ক্ষমতা তার স্বপ্নকে যেমন ডানা দেয়, তেমনি সমাজের চোখরাঙানিতে বিপন্নও করে তোলে। সমাজ ও আত্মপরিচয়ের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এক মানবিক সংকটে। নোয়াখালীর ছেলে আল আমিন অভিনয় করেছে শিরোনাম চরিত্র ‘আলী’র ভূমিকায়। 

সোর্স: সমকাল 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর