গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ডের বক্তারপুর এলাকা থেকে শনিবার ভোরে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের নিকলী এলাকার ধনু মিয়ার ছেলে জীবন মিয়া ও লালমনিরহাটের আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত শনিবার ভোর রাতে পুলিশ চুরি ডাকাতি ছিনতাই রোধে টহল দিচ্ছিল। এ সময় বক্তারপুর এলাকায় কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক এসআই ইউসুফ আলী, এসআই জাহাঙ্গীর আলম, এসআই সানোয়ার, এসআই রেজাউল ও এএসআই মিজানুর রহমান।
এ অভিযানে একটি কাভার্ডভ্যান ও ৩০২ বোতল ফেনসিডিল দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, অভিযান চালিয়ে ৩০২ বোতল ফেনসিডিলসহ দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হবে।
সোর্স: যুগান্তর
মন্তব্য করুন: