ব্যাংকে দাম কমলেও খোলা বাজারে উচ্চ দামে বিক্রি হচ্ছে মার্কিন ডলার। রাজধানীর খোলা বাজারে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা ২০ পয়সা থেকে ১২৫ টাকা ৫০ পয়সায়।
আর ব্যাংকে ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সা।
রাজধানীর মানি এক্সচেঞ্জ বুথগুলোতে দেখা যায়, বৈদেশিক মুদ্রার বেচা-কেনা করতে আসা মানুষের সংখ্যা কম। অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ডলার মজুদ রয়েছে। কিন্তু গ্রাহকের সংখ্যা কম।
এদিকে চাহিদার বিপরীতে ডলার বেশি জমার কারণে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে গত দুইদিনে ৪৮ কোটি ডলার কিনেছে। এজন্য টাকার বিপরীতে ডলারের দাম নেমেছে ১২১ টাকা ৫০ পয়সায়। এই দাম এক মাস আগেও ছিল ১২৩ টাকার বেশি।
মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এমএস জামান বলেন, আমদানি ব্যয় কমে যাওয়া ফলে ডলার সারপ্লাস হচ্ছে। অনেকদিন পর ব্যাংকগুলোর কাছে থেকে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। এই ডলার জোগানের প্রভাব মানি এক্সচেঞ্জারদের ক্ষেত্রে প্রভাব পড়ছে। বদলে যাওয়ার পরিস্থিতিতে খোলাবাজারে ডলারের গ্রাহকও কমে গেছে। আগে বাড়তি দামে কেনার কারণে আমরা ডলারের দাম কমাতে পারছি না।
বৈশ্বিকভাবে ডলারের দাম কমেছে। যুক্তরাষ্ট্রেই মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশে ডলারের পরিমাণ বেড়ে যাওয়ার পেছনে এটা একটি কারণ বলে মনে করেন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের এই নেতা।
সোর্স: বাংলানিউজ২৪.কম
মন্তব্য করুন: