[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৫৭ লাখ টাকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সরাসরি টোল আদায়ের পরিমাণেও প্রভাব ফেলেছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় সেতুর উপর দিয়ে পার হয়েছে মোট ২৯ হাজার ২৩৩টি যানবাহন।

বুধবার (২৬ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য নিশ্চিত করেছেন।

যমুনা সেতুর পূর্ব অংশ (টাঙ্গাইল) দিয়ে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পার হয়েছে, যার বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। অন্যদিকে, সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশ দিয়ে পার হয়েছে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন, যেখানে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

যানজট নিয়ন্ত্রণ ও দ্রুত টোল আদায়ের জন্য সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু করা হয়েছে। এছাড়া, মোটরসাইকেলের জন্য চারটি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আশা প্রকাশ করেছেন যে, এই উদ্যোগ ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানিয়েছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সাড়ে ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মোবাইল টিম ও মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি, মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করে নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সোর্স: ইত্তেফাক

 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর