[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। তোবগে জানান, ভুটানের ‘গেলেপু মাইন্ডফুলনেস সিটি’ অর্থনৈতিক অঞ্চলকে কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা হলে উভয় দেশ উপকৃত হবে।

বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী ধর্মীয় পর্যটন, জলবিদ্যুৎ রপ্তানি, ফাইবার অপটিক সংযোগ এবং ওষুধশিল্পে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুরা ভুটানে গেলে পর্যটন খাত বিকশিত হবে।

অধ্যাপক ইউনূস ভুটানের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, উন্নত যোগাযোগ বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন।

তোবগে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে তাকে ব্যক্তিগত আদর্শ উল্লেখ করেন। বৈঠকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন এবং নির্বাচন পূর্বে সফরের ইঙ্গিত দেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর