[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

পরকীয়া নিয়ে খোঁচা, স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : গ্রাফিক্স

দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ স্বাভাবিক ঘটনা। বিভিন্ন সময়ে খুনসুটি থেকেও বিবাদের সূত্রপাত হয়। আবার তা পরক্ষণেই মিটে যায়। কিন্তু এবার সামনে এসেছে চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী।

এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত স্ত্রী। পুলিশ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারীর নাম ছবি দেবনাথ। স্থানীয়রা জানান, ছবি ও টিঙ্কু কয়েক বছর ধরে সংসার করছেন। টিঙ্কু পেশায় একজন শ্রমিক। সম্প্রতি কাজ শেষে বাড়ি ফিরেছিলেন তিনি। এর মধ্যেই ঝগড়ায় জড়িয়ে পরেন স্বামী-স্ত্রী।

ছবির অভিযোগ, প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। এ নিয়ে প্রতিবাদ করায় ১৭ আগষ্ট রাতে তাকে মারধর করেন স্বামী। একপর্যায়ে কান টেনে ছিঁড়ে দেন।

ছবির চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কানে ব্যান্ডেজ নিয়ে ১৮ আগষ্ট থানায় যান ওই মহিলা। স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে শাস্তির দাবি করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিযুক্ত স্বামী।   

সোর্স: Rtv news

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর