[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

মার্কিন কংগ্রেসম্যানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫ ১২:০৪ পিএম

ফাইল ছবি

হংকং ইস্যুতে ‘জঘন্য আচরণ’ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সোমবার (২১ এপ্রিল) বিকেলে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের ছয়জন কর্মকর্তাকে গত মাসে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে এই পাল্টা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তিনি, হংকং বিষয়ে যুক্তরাষ্ট্র যদি আরও কোনো ভুল পদক্ষেপ নেয়, চীনের দিক থেকেও শক্ত ও পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও উচ্চপর্যায়ের সরকারি ছয়জন কর্মকর্তাসহ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন।

২০২৩ সালে পাস হওয়া জাতীয় নিরাপত্তা আইনের অধীন উল্লিখিত ১৯ বিরোধী রাজনীতিবিদ ও অ্যাকটিভিস্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হংকং। বিতর্কিত আইনটি পাস হওয়ার সঙ্গে সঙ্গেই তারা হংকং ছেড়ে বিদেশে পাড়ি জমান। ওই ব্যক্তিদের ধরিয়ে দেয়ার জন্য জনপ্রতি ১ লাখ ২৮ হাজার ৫০০ ডলার পুরস্কার ঘোষণা করে হংকং পুলিশ। এই ১৯ ব্যক্তির মধ্যে ১৩ জনকে পলাতক ঘোষণা করে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

সোর্স: চ্যানেল ২৪

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর