[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

১ নভেম্বর থেকে খুলছে সেন্ট মার্টিন, প্রতিদিন যেতে পারবেন দুই হাজার পর্যটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

নয় মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে আবারও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন। তবে তাদের মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা। নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, ডিসেম্বর ও জানুয়ারিতে রাত যাপনের অনুমতি থাকবে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদন ছাড়া কোনো নৌযান চলতে পারবে না এবং টিকিট কিনতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে। প্রতিটি টিকিটে কিউআর কোড থাকবে। রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়াবন থেকে ফল সংগ্রহ বা সামুদ্রিক প্রাণী ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সৈকতে মোটরসাইকেল বা সি-বাইক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানিয়েছেন, কক্সবাজার থেকে জাহাজে করে পর্যটক যাতায়াত করবে। সি ক্রুজ অপারেটরদের সংগঠন জানিয়েছে, অনুমোদন পেলে নভেম্বরের প্রথম সপ্তাহেই জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে।

গত নয় মাস পর্যটক না থাকায় দ্বীপের পরিবেশের উন্নতি হয়েছে। সৈকতে লাল কাঁকড়া শামুক-ঝিনুকের বংশবিস্তার বেড়েছে, মা কাছিম ডিম পাড়ার সুযোগ পেয়েছে। তবে পর্যটক না থাকায় দ্বীপের বাসিন্দা ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।

এদিকে দ্বীপের পরিবেশ জীবনযাত্রা উন্নয়নে পানীয় জলের ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বনায়ন নতুন জেটি নির্মাণসহ শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন চলছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর