চলতি মৌসুম শেষে আর বেনফিকার জার্সিতে দেখা যাবে না আনহেল দি মারিয়াকে। শনিবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বেনফিকা ছাড়ার বার্তা দিয়ে দি মারিয়া লিখেছেন, ‘এই জার্সি পরে চ্যাম্পিয়নশিপে (পর্তুগিজ লিগে) এটিই ছিল আমার শেষ ম্যাচ। আমি গর্বিত যে আবার এটি পরতে পেরেছি। এখনো একটি ফাইনাল (পর্তুগিজ কাপ) বাকি। আমরা সেটি জয়ের জন্য উল্লাস ও উদ্দীপনা নিয়ে মাঠে নামব। সব সময় যেমন একসঙ্গে ছিলাম, এবারও থাকব। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’
তবে বিদায়বেলায় একটা দুঃসংবাদ সঙ্গী হয়েছে দি মারিয়ার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্পোর্তিংয়ের কাছে লিগ শিরোপা খুইয়েছে তার দল বেনফিকা।
লিগ জিততে না পারার হতাশা ঝরেছে দি মারিয়ার কণ্ঠে, ‘চ্যাম্পিয়নশিপে (পর্তুগিজ লিগে) আমরা যেমন ফল চেয়েছিলাম, তা পাইনি। আমরা লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি। এমন দীর্ঘ একটি বছর (মৌসুম) এভাবে শেষ হওয়া সত্যিই কষ্টদায়ক।’
২০০৭ সালে এই বেনফিকার মাধ্যমেই ইউরোপে যাত্রা শুরু হয়েছিল দি মারিয়ার। প্রথম মেয়াদে তিন মৌসুম কাটিয়ে পরে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের জার্সি গায়ে চড়িয়েছেন। ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো বেনফিকায় নাম লিখিয়েছিলেন দি মারিয়া।
শুরুতে এক বছরের চুক্তি করলেও পরে চুক্তির মেয়াদ বাড়ান এ বছরের জুন পর্যন্ত। সেটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় মৌসুম শেষে ফ্রি এজেন্ট (মুক্ত খেলোয়াড়) হয়ে যাবেন আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা এই ফরোয়ার্ড। এরপর কোথায় যেতে পারেন, সেই ইঙ্গিত অবশ্য দেননি।
বেনফিকার হয়ে দুই মেয়াদে সবমিলিয়ে ২১১ ম্যাচে মাঠে নেমেছেন দি মারিয়া। এসময়ে ৪৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৩টি। ক্লাবটির জার্সিতে পাঁচটি শিরোপা উঁচিয়ে ধরেছেন ৩৭ বছর বয়সি এই উইঙ্গার।
সূত্র:যুগান্তর
মন্তব্য করুন: