[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মেসি ম্যাজিকে সেমিতে ২ গোলে পিছিয়ে পড়া মিয়ামি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ১৬:০৪ পিএম

সংগৃহীত

অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের তেতো স্বাদ হজম করে ফিরেছিল ইন্টার মায়ামি। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে যেন আগের ম্যাচের দুঃসহ স্মৃতিই ফিরে আসার আভাস দিচ্ছিল।

কেননা লিওনেল মেসির ক্লাব আজ সকালে ৯ মিনিটেই পিছিয়ে পড়েছিল। তাতে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে থেকে এলএএফসি শেষ চারে উঠার স্বপ্ন বুঁনেছিল। আর্জেন্টাইন ফুটবল জাদুকর অবশ্য তেমনটা হতে দেননি। তার জাদুকরী পারফরম্যান্সে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের টিকিট কেটেছে ফ্লোরিডার ক্লাবটি।

বিশ্বকাপজয়ী মেসির জোড়া গোলে প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিয়ামি। সুপারস্টার মেসির ঝলকে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে তারা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে টুর্নামেন্টটির শেষ চারে নাম লিখেছে মিয়ামি।

সোর্স: আমার দেশ



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর