প্রতিবন্ধকতা অতিক্রম করে পুনরায় বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের কাছাকাছি পৌঁছেছে দেশের কৃষি খাত। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ২.৫২ শতাংশ বেশি।
এ নিয়ে এক দশকে তৃতীয়বারের মতো বিলিয়ন ডলারের দোরগোড়ায় পৌঁছাল কৃষিপণ্য রপ্তানি। এর আগে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে পতনের কারণে আয় কমে আসে যথাক্রমে ৮৩ কোটি ৮০ লাখ এবং ৯৬ কোটি ৪৩ লাখ ডলারে। যার থেকে আবার ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টায় খাতটি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক প্রবৃদ্ধির প্রধান নিয়ামক ছিল ফল রপ্তানিতে নজিরবিহীন প্রবাহ, বিশেষত আমে ১৩০ শতাংশ প্রবৃদ্ধি। বিপরীতে, ভারতের হঠাৎ স্থলবন্দর নিষেধাজ্ঞা, মানসনদের সংকট এবং পরিবহন জটিলতায় ধাক্কা খেয়েছে শুকনা খাদ্য ও মসলার চালান, যা কৃষি রপ্তানির সার্বিক গতিতে অনেকটাই প্রভাব ফেলেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারতে স্থলবন্দর সংকট না থাকলে এবং কৃষিপণ্য মানোন্নয়নে কাঠামোগত সংস্কার ত্বরান্বিত হলে ২০২৫-২৬ অর্থবছরে বিলিয়ন ডলারের রপ্তানি পুনরায় নিশ্চিত করা সম্ভব।
সোর্স: আজকের পত্রিকা
মন্তব্য করুন: