সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারীরা এখন থেকে আরও ১৭টি বেসরকারি ব্যাংকের মাধ্যমে চাঁদা পরিশোধ করতে পারবেন। এই কার্যক্রমকে আরও গতিশীল করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) সোমবার এসব ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় পেনশনভুক্তদের জন্য নিবন্ধন, চাঁদা সংগ্রহ এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযুক্তিকরণ প্রক্রিয়াকে সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তিতে অংশ নেওয়া ১৭টি ব্যাংক হলো: ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, মারকেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এসবিএসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
এই চুক্তির ফলে বর্তমানে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৪১টি। অবশিষ্ট দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোকেও পর্যায়ক্রমে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালিত এই স্কিমে চারটি পৃথক কর্মসূচি রয়েছে—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। এই কর্মসূচিগুলো যথাক্রমে প্রবাসী, বেসরকারি খাতের কর্মচারী, স্বনিয়োজিত এবং নিম্ন-আয়ের জনগোষ্ঠীর জন্য চালু করা হয়েছে।
সোর্স: শেয়ারবাজার নিউজ.কম
মন্তব্য করুন: