[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আত্মগোপনে থেকেও শেষরক্ষা হলো না কাশেমের


প্রকাশিত: ০৫ মে ২০২৫ ১৫:০৫ পিএম

ফাইল ছবি

রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. কাশেম আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (৪ মে) র‌্যাব-২ এর একটি আভিযানিক দল তাকে খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করে। রাজধানীর ডেমরা থানার মাদক মামলায় কাশেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার কাশেম আলী ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় করা একটি মাদক মামলার আসামি। ওই মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

পরে আসামির অনুপস্থিতিতে বিচারকার্য শেষে আদালত আসামি মো. কাশেম আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করাসহ অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তবে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন কাশেম। সবশেষ রোববার গোপন তথ্যে খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সোর্স: চ্যানেল ২৪

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর