 
                                                                        
                                    প্রথমবারের মতো কোনো ঋণ ছাড়াই চীন থেকে দুটি আধুনিক জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই জাহাজ কেনায় ব্যয় হবে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি ৭০ লাখ টাকা।
বিএসসির পরিচালনা পর্ষদের সর্বশেষ ৬ আগস্টের সভায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। তবে চূড়ান্ত বাস্তবায়নের আগে প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত পরামর্শক কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে বিএসসি নিজস্ব তহবিল থেকে অর্থ পরিশোধ করে জাহাজ দুটি অধিগ্রহণ করবে।
বর্তমানে বিএসসির বহরে ৫টি জাহাজ রয়েছে। নতুন দুটি যুক্ত হলে বহরের সংখ্যা দাঁড়াবে ৭টিতে। প্রতিষ্ঠানটির আশা, এই উদ্যোগে দেশের সামুদ্রিক পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক প্রতিযোগিতায়ও শক্তিশালী অবস্থান তৈরি হবে।
সোর্স: TV3 Bangla
মন্তব্য করুন: