 
                                                                        
                                    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চলতি অর্থবছরে ৭.৫ শতাংশ এবং আগামী অর্থবছর থেকে বাকি সাড়ে ৭ শতাংশ ভাতা কার্যকর হবে।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানান, শিক্ষকদের দাবি যথার্থ হলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা ক্লাসে ফিরলে শিক্ষার মান উন্নত হবে।
আন্দোলনরত শিক্ষকরা ইতোমধ্যে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, বুধবার থেকে তারা শ্রেণিকক্ষে ফিরবেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা দুই থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়। আন্দোলনের সময় শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে ‘ভুখা মিছিল’ বের করলে পুলিশ ও বিজিবির বাধায় শিক্ষকরা শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
মন্তব্য করুন: