[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ডিটিসিএ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ফাইল ছবি

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার স্বাক্ষরিত চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ২১ জানুয়ারি মন্ত্রিসভার অনুমোদনে ডিএমটিসিএল গঠন করা হয়েছিল, এবং তার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হবে ডিটিসিএ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডিএমটিসিএল ডিটিসিএকে রিপোর্ট না দিয়ে সরাসরি সড়ক পরিবহন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

ডিটিসিএর অভিযোগ, মেট্রোরেলের যাত্রী বীমা, এমআরটি লাইনের নকশা অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন চুক্তি বাস্তবায়নে ডিএমটিসিএল শর্ত লঙ্ঘন করছে।

এছাড়া উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ প্রকল্পের ডিপিপি প্রস্তুতি, জাইকা পরামর্শক নিয়োগ, কোম্পানি নিবন্ধনসহ নানা প্রক্রিয়া ডিটিসিএ সম্পন্ন করেছিল বলে চিঠিতে দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে সড়ক পরিবহন বিভাগের জ্যেষ্ঠ সচিব এহছানুল হককে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

সোর্স: নিউজজি 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর