[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

বাংলাদেশকে দেয়ার জন্য ১ লাখ টন চাল কিনছে পাকিস্তান সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

ছবি : সংগৃহীত

পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) বাংলাদেশে সরবরাহের জন্য এক লাখ টন চাল কেনার উদ্দেশ্যে নতুন দরপত্র আহ্বান করেছে। এ তথ্য দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। টিসিপি টেন্ডারটি জারি করা হয় ২০ নভেম্বর, যেখানে মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর দুপুর ১১টা ৩০ মিনিট।

টেন্ডার শর্ত অনুযায়ী, IRRI-6 ধরনের লম্বা দানার সাদা চাল করাচি বন্দর হয়ে ব্রেক বাল্ক কার্গোর মাধ্যমে বাংলাদেশে রফতানি করা হবে। শুধু পাকিস্তানে উৎপাদিত সর্বশেষ মৌসুমের মজুদ থেকে চাল সরবরাহের অনুমতি থাকবে। সরবরাহকৃত চাল মানুষের ব্যবহারের উপযোগী হতে হবে এবং এতে কোনো ধরনের গন্ধ, ছত্রাক, পোকামাকড় বা বিষাক্ত আগাছার বীজ থাকতে পারবে না।

চাল বাণিজ্যে দুই দেশের ঘনিষ্ঠতা নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেই পাকিস্তান বাংলাদেশ সরকারপর্যায়ে সরাসরি ৫০ হাজার টন চাল আমদানিরফতানির উদ্যোগ নেয়। দীর্ঘদিনের অস্থির সম্পর্ক কাটিয়ে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ বাণিজ্যিক সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের নতুন টেন্ডারকে সেই অগ্রগতির ধারাবাহিকতা হিসেবেই দেখা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর