[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ইউক্রেনকে ভূমি ছাড়তে হবে, অস্ত্র কমাতে হবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন গোপন শান্তি প্রস্তাব প্রস্তুত হয়েছে, যেখানে কিয়েভকে আংশিক ভূখণ্ড ছাড় দেওয়া ও সামরিক সক্ষমতা কমানোর কঠিন শর্ত রাখা হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার সঙ্গে পরামর্শ করেই এই খসড়া তৈরি করা হয়েছে।

মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ফ্লোরিডায় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে বৈঠকে ২৮ দফা পরিকল্পনাটি উপস্থাপন করেছেন।

ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, প্রস্তাবটির বেশিরভাগই রাশিয়ার অবস্থানের অনুকূলে, যা পুতিনের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। সূত্রদের বরাতে জানানো হয়, পরিকল্পনায় ইউক্রেনকে দনবাসের কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে এবং দেশটির সশস্ত্র বাহিনীর আকার প্রায় অর্ধেক কমাতে হবে। এছাড়া নির্দিষ্ট ধরনের কিছু অস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ, রুশ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি এবং রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখাকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার শর্তও রয়েছে।

সূত্ররা জানান, বর্তমান খসড়ার ভাষা অনুযায়ী ইউক্রেনের পক্ষে আলোচনায় বসা কঠিন হবে, যদি না বড় ধরনের সংশোধন আসে। রাশিয়া যদিও নতুন কোনো শান্তি পরিকল্পনা প্রস্তাবের দাবি অস্বীকার করেছে, তবে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানায় মস্কো।

এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রক্তপাত বন্ধ স্থায়ী শান্তির জন্য কার্যকর মার্কিন নেতৃত্ব অপরিহার্য।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর