ভারতের ডাক বিভাগ আগামী ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ।
ডাক বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৯ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সকল আন্তর্জাতিক ডাক সামগ্রী, যাদের মূল্য যাই হোক না কেন, সংশ্লিষ্ট দেশের শুল্ক কাঠামো অনুযায়ী করের আওতায় পড়বে।
এর পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ জুলাই নির্বাহী আদেশ, যার মাধ্যমে ৮০০ ডলার পর্যন্ত আমদানি করা পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। তবে ১০০ ডলারের মধ্যে মূল্যের চিঠি, নথি ও উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুসারে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্তৃক অনুমোদিত পরিবহন সংস্থাগুলোকে ডাক সামগ্রীর ওপর শুল্ক সংগ্রহ ও জমা দিতে হবে। এর ফলে যুক্তরাষ্ট্রগামী বিমান সংস্থাগুলো তাদের পরিচালনা ও কারিগরি সীমাবদ্ধতার কারণে ডাক সামগ্রী গ্রহণে অক্ষমতা প্রকাশ করেছে।
সোর্স: বাংলাদেশ প্রতিদিন
মন্তব্য করুন: