যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি বারে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় ১৭ আগস্ট ভোররাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ জানায়, ভোর ৩টা ৩০ মিনিটে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় অবস্থিত ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের একটি ক্যারিবিয়ান বার ও রেস্টুরেন্টে একাধিক বন্দুকধারী গুলি চালায়।
এতে ঘটনাস্থলেই তিনজন পুরুষ মারা যান। গুলিবিদ্ধ অপর আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবাই বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ।
কমিশনার টিশ জানান, গুলির ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত বিবাদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত চলছে।
এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে এখন প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি পুলিশ অফিসার দিদারুল ইসলাম। দায়িত্ব পালনকালে এক বন্দুকধারীর গুলিতে তিনি প্রাণ হারান।
সোর্স: এখন টিভি
মন্তব্য করুন: