[email protected] সোমবার, ৭ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মামদানিকে গ্রেপ্তারের হুমকি দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৫ ১৫:০৭ পিএম

ফাইল ছবি

নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী ও ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী জোহরান মামদানিকে অভিবাসী বিতাড়ন ঠেকানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হবে- এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মামদানিকে ‘উন্মাদ কমিউনিস্ট’ আখ্যা দিয়ে জানিয়েছেন, মেয়র নির্বাচিত হলে তার প্রতিটি কার্যক্রম কঠোর নজরদারিতে রাখা হবে।

যদিও প্রাইমারির বিজয়ী ভাষণে মামদানি বলেন, ‘নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্পের ফ্যাসিবাদী রাজনীতির কোনো জায়গা হবে না।’ তিনি অভিবাসন বিরোধী অবস্থানের বিরুদ্ধে তার আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ও নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ম্যান মামদানি ২৪ জুনের প্রাইমারিতে প্রথম চয়েস ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মঙ্গলবার র‍্যাঙ্কড-চয়েস ভোটের চূড়ান্ত ফলে ৫৬-৪৪ ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে জয় নিশ্চিত করেন।

এদিকে, ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) মাধ্যমে অভিবাসী বিতাড়নের যে উদ্যোগ রয়েছে, তা রুখে দেওয়ার চেষ্টা করলে মামদানিকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘নিউ ইয়র্ক সিটি চলে ফেডারেলের টাকায়। মেয়র হয়ে কেউ যদি আইনের রাস্তায় বাধা সৃষ্টি করে, তার ফল ভোগ করতে হবে।’

এ হুমকি কেবল ট্রাম্পের মধ্যেই সীমাবদ্ধ নয়, টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি অগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে চিঠি দিয়ে মামদানির নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে বিতাড়নের দাবি জানান। এমনকি কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফিও মামদানির নাগরিকত্ব বাতিলের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টের কাছে।

মামদানি তার প্রাইমারি প্রচারে অভিবাসী বিরোধী নীতির কড়া সমালোচনা করেন এবং নিজেকে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করেন। তার এ অবস্থান নিউইয়র্ক ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতেও আলোড়ন তোলে।

সোর্স: এখন টিভি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর