প্রকাশিত:
                                        ০৩ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম
                                        
                                                                                    আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ ৮:৫২ পিএম                                     
 
                                                                        
                                    আরেকটি শিরোপা জিতলেন লিওনেল মেসি। লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সাপোর্টারস শিল্ড জিতেছে ইন্টার মায়ামি।
যথারীতি এই শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান মেসিরই,। অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেজ। ম্যাচের শেষ দিকে পেনাল্টি ঠেকিয়ে লিড ধরে রাখেন মায়ামি গোলকিপার ড্রেক ক্যালেন্ডারকে ।
৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট পেয়ে ‘সাপোর্টারস শিল্ড’ ট্রফি জিতেছে মেসির দল। ২০২০ সালে এমএলএসে পা রাখার পর এই টুর্নামেন্টে এটিই তাদের প্রথম ট্রফি। ১৬টি ভিন্ন দল এখনো পর্যন্ত জিতেছে এই ট্রফি। সবচেয়ে বেশি চারবার করে জিতেছে এলএ গ্যালাক্সি ও ডিসি ইউনাইটেড।
এমএলসে ‘সাপোর্টারস শিল্ড’ দুটি মূল ট্রফির একটি। অন্যটি হলো এমএলএস কাপ। মৌসুমের ৩৪ ম্যাচজুড়ে সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা দল পায় ‘সাপোর্টারস শিল্ড’। লিগে এখনো দুটি ম্যাচ বাকি। এই দুই ম্যাচে জয় পেলে এক মৌসুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়বে মায়ামি।
বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল মায়ামির পয়েন্ট ৩২ ম্যাচে ৬৮, ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল এলএ গ্যালাক্সির পয়েন্ট ৩২ ম্যাচে ৬১। তার মানে, মায়ামির নিজেদের শেষ দুটি ম্যাচ হারলে ও এলএ গ্যালাক্সি শেষ দুটি ম্যাচ জিতলেও মেসি সুয়ারেজদের ছুঁতে পারবে না।
চলতি মৌসুমে মায়ামির ধারাবাহিক পারফরম্যান্সের মূল কারণ মেসি সুয়ারেজ জুটি। লিগে মায়ামির মোট ৭২টি গোলের ৩৫টিই এসেছে দুজনের কাছ থেকে। সুয়ারেজের গোল ১৮টি। সাপোর্টারস শিল্ড মেসির ক্যারিয়ারের ৪৬তম ট্রফি।
মন্তব্য করুন: