[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

লন্ডন যাচ্ছেন না বেগম জিয়া আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইট আপাতত স্থগিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য আগে নেওয়া অনুমতি প্রত্যাহারের আবেদন করেছে সংশ্লিষ্ট অপারেটর। ফলে নির্ধারিত সময়ে খালেদা জিয়ার লন্ডন যাত্রা হচ্ছে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বে দেওয়া স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দেওয়া আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণ এবং একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমতি পেয়েছিল। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় ভাড়া নেওয়া বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এই বিমানটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যবহৃত হতো।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক গুরুতর রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেঅত্যন্ত সংকটাপন্নঅবস্থায় রয়েছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর