 
                                                                        
                                    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সংগঠনের সব দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আগের দেওয়া শোকজ নোটিশটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
২৩ আগস্ট রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। উল্লেখ্য, গত ১৭ জুন একটি ফোনালাপ ফাঁসের ঘটনায় সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক আচরণ লঙ্ঘনের অভিযোগ এনে স্মারক নম্বর এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ জারি করে এনসিপি।
এরপর তিনি লিখিতভাবে দলের আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ এবং শৃঙ্খলা কমিটির কাছে তার অবস্থান তুলে ধরেন। দলীয় পর্যবেক্ষণে দেখা যায়, বিষয়টি একান্তই ব্যক্তিগত এবং তা নারীর প্রতি সম্মান ও ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হয়।
নোটিশ জারির পর সারোয়ার তুষার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দুই মাস সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকেন। এই সময়ে তিনি এনসিপির পক্ষ থেকে কোনও কর্মসূচিতে অংশ নেননি এবং মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপন থেকেও বিরত ছিলেন।
সোর্স: ইনকিলাব
মন্তব্য করুন: