[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

চলে গেলেন জনপ্রিয় দক্ষিণি অভিনেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

জনপ্রিয় মালয়ালম অভিনেতা মেগহানাথান মারা গেছেন। ৬০ বছর বয়সী এই দক্ষিণি অভিনেতার আজ বৃহস্পতিবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পিংকভিলা। কালিকটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

১৯৬৪ সালে সিনেমা পরিবারের জন্ম হয় মেগহানাথানের। তাঁর বাবা ছিলেন প্রখ্যাত মালয়ালম অভিনেতা বালান কে নাইর। কেরালার ছেলে হলেও মেগহানাথান পড়াশোনা করেছেন তামিলনাড়ুতে। ১৯৮৩ সালে মালয়ালম সিনেমা ‘আশথ্রাম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ছবিতে ছিলেন দুই মালয়ালম তারকা মোহনলাল ও মামুত্তি।

সাম্প্রতিক সময়ে মেগহানাথানের আলোচিত সিনেমার মধ্যে আছে ‘কোম্যান’, ‘জনি জনি ইয়েস আপ্পা’, ‘ইয়েস ইওর অনার’, ‘১৯৭১: বিয়ন্ডস বর্ডারস’ ইত্যাদি।
স্ত্রী সুস্মিতা ও একমাত্র মেয়ে পার্বতীকে রেখে গেছেন মেগহানাথান।


জনপ্রিয় অভিনেতার মৃতুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন তাঁর ভক্ত-অনুসারী ও চলচ্চিত্র তারকারা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর