[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

করণ জোহরের জীর্ণ শরীরের রহস্য ফাঁস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

ছবি :  সংগৃহীত

বলিউডে 'কুছ কুছ হোতা হ্যায়'-এর মতো তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব করণ জোহর। এক ধাক্কায় প্রায় ২০ কেজি ওজন কমিয়ে গত বছর আলোচনায় আসেন। প্রথমে অনেকেই অনুমান করেন, ওজন কমানোর জন্য ওষুধ গ্রহণ করেছেন করণ। তবে তিনি তা আগেই অস্বীকার করেছিলেন।

এবার সেই রহস্য পুরোপুরি প্রকাশ পেলো অভিনেত্রী টুইঙ্কেল খান্নার বদৌলতে। সম্প্রতি টুইঙ্কেল ও কাজলের চ্যাট শোয়ে আসেন করণ। সেখানে টুইঙ্কেল প্রশ্ন করেন, ‘আর কত ইঞ্জেকশন নেবে শরীরে, কত রোগা হয়ে গেছো দেখেছো। তোমার মা কিছু বলে না?’

এ প্রশ্নে প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়েন জোহর। তবে সামলে নিয়ে বলেন তার মা এসব নিয়ে বলা ছেড়ে দিয়েছেন। আর তিনি কার্বোহাইড্রেট দুধের তৈরি খাবার ও চিনি সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন। তিনি আরও জানান, অনেকেই ভাবে তার কোনো রোগ হয়েছে কিংবা রোগা হওয়ার ওষুধ খান। তবে তিনি এর কোনোটাই করেন না। কেবল জীবনধারায় পরিবর্তন এনেছেন। দিনে একবার খেয়ে তিনি ওজন কমিয়েছেন। তবে সেটাও আবার নিরামিষ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর