[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বুলগেরিয়ার গোল্ডেন ফেমি উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মে ২০২৫ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

আফ্রিকান দেশ বুলগেরিয়ার গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে নির্বাচিত হলো বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যানাদার ওয়ার্ল্ড’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। জমকালো আয়োজনে সোহাগকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

জানা যায়, গত ১৯ এপ্রিল কেএম সোহাগ রানাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসবের আর্টিস্টিক পরিচালক ইফেমিয়া ফার্দ। আমন্ত্রণপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে। আগামী ৭ জুন সোফিয়া বলকান প্যালেস হোটেলের রয়েল হোটেলে পুরস্কার বিতরণ করা হবে। উৎসবের সম্মানসূচক পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে থাকবেন বুলগেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইলিয়ানা লোতোভা।

প্রসঙ্গত, ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ ছবির গল্প দুই অনাথ ভাই আলাদিন ও আলামিনকে ঘিরে আবর্তিত। এ দুটি চরিত্রে অভিনয় করেছে বাস্তবের দুই টোকাই। তারা ঢাকার উত্তরায় থাকে। এছাড়া অভিনয় করেছেন জিএম মাসুদ ও মারজিয়া।

এদিকে বুলগেরিয়ার উৎসবে নিজের স্বল্পদৈর্ঘ্য নির্বাচিত হওয়ায় আনন্দিত কেএম সোহাগ রানা। তিনি বলেন, ‘যে কোনও বৈশ্বিক মঞ্চে জায়গা পাওয়া অন্যরকম ভালো লাগার ব্যাপার। আন্তর্জাতিক অঙ্গনে এটাই তার প্রথম কোনও স্বীকৃতি। এজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে।

সোর্স: ইনকিলাব

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর