[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

৪৮ ঘণ্টার জন্য তেল ও গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্পের ঝুঁকির কারণে দেশের সব তেল–গ্যাস কূপে চলমান খনন কাজ ও সাইসমিক সার্ভে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। তবে এ সময় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

রোববার জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন। পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ডিজিএম তরিকুল ইসলাম জানান, আগামী মঙ্গলবার ২৫ নভেম্বর পর্যন্ত দেশের যেসব গ্যাসক্ষেত্রে খনন সাইসমিক কার্যক্রম চলছে, তা সাময়িকভাবে বন্ধ থাকবে। ভূমিকম্প-পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশে বর্তমানে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে। বাপেক্সের একটি সূত্র জানিয়েছে, এই মুহূর্তে তিনটি গ্যাসকূপে খনন কাজ চলছিল। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সেগুলোর কাজ স্থগিত করা হয়েছে। বন্ধ হওয়া কূপগুলোর মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন কৈলাশটিলা কূপ।

উপদেষ্টা জানিয়েছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। পরিস্থিতি স্থিতিশীল হলে পুনরায় সব কার্যক্রম শুরু করা হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর