দেশকে এগিয়ে নিতে সব শ্রেনীর মানুষের অধিকার নিশ্চিত খুবই দরকার। এজন্য সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের দক্ষ করে জনশক্তিতে রূপান্তর করার তাগিদ দিয়েছেন বক্তারা। বিশ্ব অভিগম্যতা দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় এমন তাগিদ দেন তারা।
এসপায়ার টু ইনোভেট- এটুআই এবং সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ আয়োজিত আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। প্রান্তিক অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়ায়, সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপকে ধন্যবাদ দেন তিনি।
বিশ্ব অভিগম্যতা দিবসের আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপ বিভাগের জেষ্ঠ্য পরিচালক ব্যারিস্টার আয়েশা তাসিন খান। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারপার্সন মনসুর আহমেদ চৌধুরী, জুলাই অভ্যুত্থানে নৃশংসতার শিকার খোকন চন্দ্র বর্মন-সহ প্রতিবন্ধি ব্যাক্তিরা। বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবকে ধারণ করে সবাই ঐক্যবদ্ধ থাকার আহবান তারা।
২০১২ সাল থেকে প্রতি বছর মে মাসের তৃতীয় বৃহস্পতিবার পালন করা হয় বিশ্ব অভিগম্যতা সচেতনতা দিবস। এবার দিবসটির মূল লক্ষ্য, একশো কোটির বেশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত এবং এ নিয়ে সচেতনতা তৈরি।
বিশ্ব অভিগম্যতা দিবস উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবার জন্য বেশ বিছু প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাননা। এ বছর সম্মাননা পেলেন গ্রামীণফোন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড - এনসিটিবি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ডিজিটাল ব্যাংকিং সেবা 'সেলফিন' অ্যাপ।
মন্তব্য করুন: